adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নৌকায় ভোট দিলে ঘরে ঘরে বিদ্যুৎ

image_54281_0বাগেরহাট: এক প্রজন্মে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রেকর্ড ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ার সাফল্য উদযাপনের পর এবার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসাতে আসন্ন সংসদ নির্বাচনে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার চাইলেন তিনি।

নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেছেন, ‘নৌকায় ভোট দিলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে।’  

বুধবার বিকেলে বাগেরহাট সদরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

প্রধান বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে মানুষ হত্যায় ব্যস্ত থাকে। তাই তারা দেশের উন্নয়ন করতে পারে না।’ অন্যদিকে, সরকারের সফলতা তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। ভারত থেকে বিদ্যুৎ আনা হয়েছে। এখন সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগের কৃতিত্ব দাবি করে শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে ক্ষমতা ছেড়ে আসার সময় আমরা চার হাজার তিনশত মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে গেছি। আর বিএনপি ক্ষমতায় আসার পর তা নেমে এসেছে  ২ হাজার মেগাওয়াটে।’   

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরাবরের মতোই কটাক্ষ করে তার সরকার ‘খাম্বা লিমিটেড’ খুলেছিলেন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে রাস্তায় রাস্তায় খাম্বা লাগিয়ে দেশের টাকা নষ্ট করেছে। কোনো বিদ্যুৎ উৎপাদন করেনি। আর আমরা ক্ষমতায় এসে বুঝতে পেরেছি বিদ্যুৎ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি।’

আত্মতুষ্টি নিয়ে ক্ষমতাসীন দলের প্রধান বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতি করে না। তারা মানুষের উন্নয়নে কাজ করে বলেই এত অল্প সময়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে।’

আগামী নির্বাচনে ক্ষমতায় এলে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো ঘর বিদ্যুৎবিহীন থাকবে না। আর এ অঞ্চলে (দক্ষিণাঞ্চল) বিশুদ্ধ পানির অভাব আছে। আমরা ক্ষমতায় এলে বিশুদ্ধপানির ব্যবস্থা করে দেবো।’

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মানুষ নিয়ে রাজনীতি করে তারা মানুষ হত্যা করতে পারে না। বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়।’

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে তারা ক্ষমতায় এসে মংলাবন্দরসহ বাগেরহাট জেলায় আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেয়। বাগেরহাটকে তারা রক্তাক্ত জনপদে পরিণত করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফের মংলা বন্দরকে সচল করেছে। দেশের আমদানি-রপ্তানীর ৪০ ভাগই এ বন্দর দিয়ে হচ্ছে।

প্রধানমন্ত্রী দক্ষিণের এ অঞ্চলকে লবণাক্ত এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, ‘এখানে সুপেয় পানির অভাব রয়েছে। তা দূর করতে বিভিন্ন জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। আগামীতে আমরা ক্ষমতায় এলে বাগেরহাটে সুপ্রিয় পানির কোনো অভাব থাকবে না।’

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ৪০ মিনিট বক্তব্য দেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু এমপি, তোফায়েল আহম্মেদ এমপি, বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি, অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি, এম এ আউয়াল এমপি, সাবেক হুইপ এস এম মোস্তফা রশীদি সুজা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শেখর, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।

প্রধানমন্ত্রী জনসভাস্থলে এসে পৌঁছে প্রথমে কচুয়ায় বলেশ্বর নদীর উপর নির্মত মীর সাখাওয়াত আলী দারু সেতুসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কসহ ১১ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।                 

এরআগে দুপুরে শেখ হাসিনা বাগেরহাটের মংলায় সুন্দরবনের পাদদেশে জয়মনির ঘোলে ৪২ একর জমির উপর ৫শ ৩৬ কোটি টাকা ব্যয়ে খাদ্য বিভাগের নির্মাণাধীন ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন (খাদ্য গুদাম) সাইলো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেশের বৃহতম এ সাইলো উদ্বোধন শেষে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশকে শুধু ধ্বংস করে। আর আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়।’ এসময় তিনি দেশকে সমৃদ্ধশালী করতে আওয়ামী লীগকে আবারও ভোট দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হতে পারলে মংলা বন্দরকে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধাসহ আধুনিকায়ন করা হবে।’

খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সুধী সমাবেশে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুন নাহার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ বক্তব্য করেন।  

পরে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী রামপাল এসে স্থানীয় শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জনসভায় শেখ হাসিনা বলেন, ‘বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। সুন্দরবন এদেশের সম্পদ। তাই সন্দরবনকে রক্ষায় আওয়ামী লীগ সরকার সব কিছু করবে।’

রামপাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি হাওলাদার মোহাম্মদ বদিউজ্জামান সোহাগ, সাবেক প্রতিমন্ত্রী ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে প্রথমে রামপালের সুন্দরবন ডিগ্রি মহিলা কলেজের ২০০ শয্যা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রীনিবাস, ডাকরায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, খুলনা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ও রামপাল ডিগ্রি কলেজের ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।   

বিরোধীদলের হরতালের শেষ দিনে বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কয়েকশ’ তোরণ, পোস্টার,ব্যনার-ফেস্টুনে ছেয়ে যায় বাগেরহাট, রামপাল ও মংলা। জনসভাস্থল ও এর চারপাশে গড়ে তোলা হয় পাঁচস্তরের নিরাপত্তা বলয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাব্যাপী দেখা দেয় নির্বাচনী আমেজ। দলীয় প্রধানকে স্বাগত জানাতে গত কয়েকদিন থেকে আকর্ষণীয় তোরণ ব্যানার ফেস্টুন টানানোর কাজে প্রতিযোগিতায় নামেন নেতাকতর্মীরা। জনসভার মঞ্চ তৈরিসহ গণসংযোগে ব্যস্ত সময় কাটান তারা।

সকাল থেকেই দুটি জনসভাস্থলে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্য বাজিয়ে আসতে থাকে। সভাস্থলে পৌঁছার আগেই তা কানায়-কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ শুরু করেন।

বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেন, ‘দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সর্বকালের সর্ববৃহৎ জনসভা সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ জানান, ‘প্রধানমন্ত্রী বাগেরহাট জেলায় প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের উদ্বোধন ও ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।’

বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী জানান, প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে সব প্রস্তুতি নেয়া হয়।

পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ব ও কোস্টগার্ডসহ অন্যান্য বিভাগের প্রায় ৩ হাজারের অধিক সদস্য নিয়োজিত রাখা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া