adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের পছন্দের ফুটবলারকে দলে নিচ্ছে পিএসজি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি পাড়ি জমান তিনি। এদিকে নেইমারের শূন্যস্থান পূরণে ফ্রান্সের তরুণ ফুটবলারকে দলে ভেড়াতে যাচ্ছে পিএসজি। ধারণা করা হচ্ছে, নতুন এই ফুটবলারকে দলে ভেড়ানোর ক্ষেত্রে এমবাপ্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গোল ডটকম

ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানিকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে ফরাসি ক্লাবটি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে বর্তমানে খেলছেন তিনি। ফ্রান্সের এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগে থেকেই আগ্রহী ছিল এমবাপ্পে। মুয়ানিকে দলে নেওয়ার জন্য পূর্বেই ক্লাব কর্তৃপক্ষকে বলেছিলেন এমবাপ্পে।

জানা যায়, মুয়ানির জন্য ১০০ মিলিয়ন ইউরো দাবি করেছে জার্মানি ক্লাব ফ্রাঙ্কফুর্ট। গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। ৪৬ ম্যাচে ২৩ গোল করেছিলেন এবং ১৪টি গোল করতে সাহায্য করেছিলেন তিনি। চ্যানেল২৪
ইতোমধ্যেই নতুন মৌসুমে ফরাসি ক্লাবটি ডেম্বেলে, গঞ্জালো রামোস এবং মার্কো অ্যাসেনসিওকে দলে নিয়েছে। দলের আক্রমণভাগকে শক্তিশালী করার লক্ষ্যে মুয়ানির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে পিএসজি। মেসি, নেইমারকে ছাড়া এমবাপ্পেতে ভর করে পিএসজি নতুন মৌসুমে কতদূর যেতে পারে সেটি দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া