adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাকে জীবন্ত পুড়িয়ে মারলেও থামব না’

modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি এও জানিয়েছেন, সব পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না। খবর আনন্দবাজারের।

রবিবার টুইটারে প্রধানমন্ত্রীর লিখেন, আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে, কারণ ৭০ বছর ধরে তারা যে লুঠ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত।

গোয়ার মোপায় রবিবার একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। সেখানেও তিনি বলেন, জানি কাদের আমি শত্রু বানিয়ে ফেলেছি। ওরা আমাকে বাঁচতে দেবে না। আমাকে বরবাদ করে দেবে। কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামব না।

সম্প্রতি সরকারের ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে ভারতে বেশিরভাগ জনগণ বিপাকে পড়েছেন। ব্যাংকে নোট বদলাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।  সরকারের পক্ষ থেকে বলা হয়, এ সিদ্ধান্ত নেয়া অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলি জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এই পদক্ষেপ নিয়েছে, বিরোধীদের তরফে সেই প্রশ্ন তোলা হচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া