adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাকি চার মাসের কম। ইতোমধ্যে টিকিট নিশ্চিত করেছে আট দল। বাকি দুই টিকিটের জন্য দুই গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ে নেমেছে ১০ দল। গ্রুপ ‘এ’-তে আছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, নেপাল ও নেদারল্যান্ডস। ‘বি’-তে আছে আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর উভয় গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি করে ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্সের লড়াই। এখানে রাউন্ড রবিন লিগের ম্যাচ শেষে সেরা দুই দল পাবে ভারতের টিকিট। – ক্রিকইনফো

বাছাইপর্বের ম্যাচে গত রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করলেও জয় তুলে নিতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। দলীয় ১৪ রানেই দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্সকে হারায় তারা। তবে এরপর দলকে লড়াইয়ে ফেরান জনসন চার্লস, শাই হোপ, নিকোলাস পুরান, রোস্টন চেজ ও জেসন হোল্ডার। জনসন ৮০ বলে ৬৬, শাই হোপ ৬০ বলে ৫৪, চেজ ৫৫ বলে ৫৫, হোল্ডার ৪০ বলে ৫৬ ও পুরান ২৮ বলে ৪৩ রান করেন। তাতে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৭৯ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন সৌরভ নেত্রভালকর, কাইল ফিলিপ ও স্টিভেন টেইলর। সময়টিভি
রান তাড়ায় নেমে শুরুটা ভালো না হলে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে লড়াই জমিয়ে তুলেন গজানন্দ সিং। মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি তার ব্যাটিং নৈপুণ্যের কারণে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ফেলে। ১০৯ বল মোকাবিলায় তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কাইল মেয়ার্স ও আলজারি জোসেফ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া