adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ জেতানো ধোনির ব্যাটের দাম উঠল ৭২ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: সালটা ২০১১। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত। ওভার বাউন্ডারি মেরে দেশকে বিশ্বকাপ এনে দেন মহেন্দ্র সিং ধোনি। মন জিতে নেন ক্যাপ্টেন কুল। যে ব্যাট দিয়ে তিনি ছয় মেরে ম্যাচ জেতান সেই ব্যাটটি ২০১১ সালের ১৮ জুলাই নিলামে ওঠে। নিলামে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ৭২ লাখ টাকা দাম ওঠে।

এমএস ধোনির ব্যাটটি কেনা হয় ‘ইস্ট মিটস ওয়েস্ট’ চ্যারিটি ডিনারে সময়। পরবর্তীকালে এই ব্যাটটি সবচেয়ে দামি ক্রিকেট ব্যাট হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে। ব্যাটটি কেনে আরও গ্লোবাল শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নামক প্রতিষ্ঠান। জানা যায়, নিলামের টাকা ধোনির স্ত্রী সাক্ষী ধোনি স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়নে ব্যবহার করেন। – হিন্দুস্তানটাইমস
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। ২৮ বছর পর টিম ইন্ডিয়া ২০১১ সালে আজকের দিনে অর্থাৎ ২ এপ্রিল ওডিআই বিশ্বকাপ জেতে। বিশ্বকাপ ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা করেন ৪৮ রান। মাহেলার জয়াবর্ধনে ৮৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন।
২৭৫ রানের টার্গেট নিয়ে ভারত ব্যাট করতে নামে। ইনিংসের দ্বিতীয় বলেই মালিঙ্গা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে এলবিডব্লিউ করে আউট করেন। ভারতের বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার গৌতম গম্ভীর দুর্দান্ত পারফরম্যান্স করে ৯৭ রান করেন। মূলত গম্ভীর এবং ধোনির ব্যাটে ভর করে ভারত ম্যাচ জিতে নেয়।
কোহলি করেন ৩৫ রান। তিনি ব্যাটে বলে সংযোগ না করতে পারায় তিলকরতেœ দিলশানের কাছে আউট হন। এরপরই সময়কে অবাক করে দিয়ে ফর্মে থাকা যুবরাজ সিংকে বসিয়ে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। অপরাজিত ৯১ রান করে ম্যাচ জেতান ভারতকে।
এই বছর ফিরে ভারতের মাটিতে বসতে চলেছে এক দিনের বিশ্বকাপের আসর। বছরের শেষের দিকে এই টুর্নামেন্ট হবে। আজকেই বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। খুব তাড়াতাড়ি সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া