adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার জয়ে বাংলদেশ লাভবান

BCB-WCমেহেদী মাসুদ : নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া পরাজিত হয়েছিল কিন্তু সুবিদা পেয়েছিল বাংলাদেশ। গতকাল রোববার ওয়েলিংটনে শ্রীলঙ্কাএবং ইংল্যান্ডের মধ্যে  গ্র“প-এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে ৯উইকেটে জয় পেয়েছে শ্রীলংকা। এই জয়ের ফলে শ্রীলংকা যতটা না খুশী হয়েছেন তার চেয়ে বেশী খুশী এবং লাভবান হয়েছেন বাংলাদেশ। এ’দুই দলের ম্যাচটি ঘীরে তীক্ষœ নজর ছিল বাংলাদেশের দলের সকলের। তারমধ্যে দর্শকরা ছিল বেশী আগ্রহে। কারণ, চলতি বিশ্বকাপে শেষ আটে যাওয়া পথে এ ম্যাচে শ্রীলঙ্কার জয় পরোক্ষভাবে বাংলাদেশকে সহায়তা করবে। রান রেটের কল্যানে বর্তমানে বাংলাদেশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ড একমাত্র দল যারা ৪টি ম্যাচে জয় পেয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে এবং ২য় স্থানে উঠে এসেছে শ্রীলংকা। তারা ৩টিতে জয় ও একটিতে পরাজিত হয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশ ৩ খেলা শেষে এক জয় এক পরাজয় ও এক টাইয়ে ৩ পয়েন্ট নিয়ে অনেকটা সুবিধা জনক অবস্থায় রয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়া
(-০.৩০৫) ৩খেলা শেষে ৩ পয়েন্ট অর্জন করে বাংলাদেশের(+০.১৩০) চেয়ে  ঠিক এক ধাপ পিছিয়ে আছে।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া