adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছরে বয়সেই গ্র্যান্ডসø্যাম জিতলেন ওস্তাপেঙ্কোর

OSTAPAKERস্পোর্টস ডেস্ক : একে তো অবাছাই। তার উপর বয়স মাত্র ২০। এসব তকমা ঝেড়ে ফেলে রোলাঁ গারোর লাল মাটিতে নতুন ইতিহাস গড়লেন জেলেনা ওস্তাপেঙ্কো। সিমোনা হালেপকে হারিয়ে ১৯৩৩ সালের পর প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে এবং প্রথম লাতভিয়ান হিসেবে গ্র্যান্ডসø্যাম জিতলেন জেলেনা।
জেলেনা ম্যাচটা জিতলেন ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। প্রথম সেটে হেরে পিছিয়ে ছিলেন জেলেনা। দ্বিতীয় সেটেও একসময় ০-৩ পিছিয়ে পড়েন। সেখান থেকে ঘুরে দাঁড়ান। হালেপের আক্রমণাত্মক টেনিসের পাল্টা দেন আক্রমণের মাধ্যমেই। শেষপর্যন্ত সেটটা জিতে নেন ৬-৪ গেমে। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেননি হালেপ। তৃতীয় সেটে হালেপের সার্ভিস ব্রেক করে ৬-৩ এ ম্যাচ জিতে নেন জেলেনা। জেতার পর তাঁর উপলব্ধি, ‘বিশ্বাসই হচ্ছে না যে মাত্র ২০ বছরেই গ্র‌্যান্ড স্লাম জিতেছি। সবাইকে ধন্যবাদ। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। তবে সিমোনা বড় প্লেয়ার। আমি আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। তারই ফল পেলাম। -ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া