adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার হার শ্রীলঙ্কার কাছে

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে শিরোপা প্রত্যাশী শ্রীলঙ্কা। শনিবার ‘সুপার টেন’-এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়েছে প্রতিযোগিতার ২০০৯ ও ২০১২ সালের রানার্সআপরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে জেপি ডুমিনি (৩৯), কুইন্টন ডি কক (২৫), এবি ডি ভিলিয়ার্স (২৪) ও হাশিম আমলার (২৩) দৃঢ়তায় ষোড়শ ওভারে ৩ উইকেটে ১১৯ রানে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকানরা।
কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জিততে পারেনি তারা। ২২ রানে ২ উইকেট নেন অফস্পিনার সচিত্রা সেনানায়েকে। এর আগে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরতেœ দিলশান, মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা ব্যর্থ হলেও কৌশল পেরেরার আক্রমণাত্মক ব্যাটিং রানের চাকা সচল রাখে শ্রীলঙ্কার।
ডেল স্টেইনের করা ম্যাচে প্রথম ওভারে ১৭ রান নেয়া কৌশলের ব্যাট থেকে আসে ৬১ রান। ৪০ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। কৌশলের বিদায়ের পর অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩২ বলে ৪৩ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিস লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় শ্রীলঙ্কাকে।
২৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লেগস্পিনার ইমরান তাহির। দুটি করে উইকেট নেন মর্নে মরকেল ও স্টেইন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৭ (কৌশল ৬১, দিলশান ০, জয়াবর্ধনে ৯, সাঙ্গাকারা ১৪, ম্যাথিউস ৪৩, চান্দিমাল ১২, থিসারা ৮, কুলাসেকারা ৭*, সেনানায়েকে ১*; তাহির ৩/২৬, মরকেল ২/৩১, স্টেইন ২/৩৭)

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬০/৮ (ডি কক ২৫, আমলা ২৩, ডুমিনি ৩৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ১৯, অ্যালবি মরকেল ১২, বেহারদিন ৫, স্টেইন ০, মর্নে মরকেল ০, তাহির ৮*; সেনানায়েকে ২/২২, ম্যাথিউস ১/২১, কুলাসেকারা ১/২৩, মালিঙ্গা ১/২৯, মেন্ডিস ১/৪৪)
ম্যাচ সেরা: কৌশল পেরেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া