adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কেনার অভিযোগ, দ- হতে পারে

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ও রেফারি ইস্যুতে জন অনেক ঘোলা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করবেন কিনা, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে অর্থ প্রদানসহ দুর্নীতির অভিযোগে দ- প্রদান করা হয়েছে জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে। এমনটি দাবি করেছে, ফ্রান্স টোয়েন্টি ফোর ডটকমসহ বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। তবে কী শাস্তি দেয়া হয়েছে তা জানানো হয়নি।
ফ্রান্স টোয়েন্টি ফোর ডটকম ও নাইনটি মিন’র খবরে বলা হয়েছে, ‘নেগ্রেইরা স্ক্যান্ডাল’ প্রথমবারের মতো আলোয় আসে ২০২৩ সালের শুরুতে। এতে অভিযোগ করা হয়, ম্যাচ অফিশিয়ালদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ক্লাবের অনুকূলে আনার উদ্দেশ্যে নেগ্রেরিরা ও তার কোম্পানিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৭ মিলিয়ন ইউরো প্রদান করেছে বার্সেলোনা।

স্প্যানিশ প্রসিকিউটররা শুক্রবার নিশ্চিত করেছে যে, বার্সেলোনা এবং ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল এবং হোসে মারিয়া বার্তোমেউকে এসব অভিযোগে দ-িত করা হয়েছে।
বিইন স্পোর্টসে প্রকাশিত প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, আসামি নেগ্রেইরার সাথে বার্সেলোনার সাবেক দুই প্রেসিডেন্ট রোসেল এবং বার্তোমেউ গোপন আলাপচারিতা করেছেন। স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় অর্থও নিয়েছেন নেগ্রেইরা। তাই, এই ক্লাবের ম্যাচ এবং টুর্নামেন্টগুলোতে রেফারির সিদ্ধান্ত বার্সার অনুকূলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। যমুনানিউজ

সপ্তাহখানেক আগেই বার্সার বর্তমান প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে বার্সার প্রেসিডেন্ট ছিলেন এই লাপোর্তাই।
লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস এরইমধ্যে নিশ্চিত করেছেন যে, এই অভিযোগের কারণে ফুটবলীয় কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না বার্সেলোনাকে। কারণ, লা লিগার নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি সময় ধরে চলা কোনো ঘটনার ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হবে না। আইনি প্রক্রিয়া শেষ হলে অভিযোগটি নতুন করে খতিয়ে দেখার কথাও বলেছেন তেবাস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া