adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এয়ারটাইম ব্যবহৃত হবে অনলাইন কেনাকাটায়

ONLINEডেস্ক রিপাের্ট : এয়ারটাইম থেকে ই-কমার্সের বিল পরিশোধের সুবিধা চালু করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। একই সঙ্গে বিশ্বখ্যাত অ্যামাজন ও আলীবাবার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ই-কমার্স ব্যবসায় ডাক বিভাগকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম জানান, ই-কমার্স সার্ভিসে মোবাইল ফোনের এয়ারটাইম থেকে গ্রাহকদের ই-কমার্স বিল পরিশোধের সুযোগ দিতে শিগগিরই অপারেটরদের নির্দেশনা দেয়া হবে। কেননা মোবাইলের ব্যালেন্স থেকে ই-কমার্স বিল পরিশোধ প্রক্রিয়া শুরু হলে ডাক বিভাগের ই-কমার্স সেবা আরও বিস্তৃত হবে।

তিনি বলেন, পোস্ট ই-কমার্স সেবার বিল মোবাইল ফোনের ব্যালান্স থেকে পরিশোধের প্রস্তাবে অপারেটরদের লাভ হবে। এ কারণে তারা এতে সম্মতি দেবে।

এদিকে ডাক বিভাগের মাধ্যমে ই-কমার্স সেবা আরও বাড়াতে আগামী মার্চে পরীক্ষামূলক একটি প্রকল্প শুরু হবে এবং এপ্রিলে আনুষ্ঠানিক চুক্তি হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করার আগে ডাক বিভাগকে এ বিষয়ে সক্ষমতা অর্জন করতে হবে। এখন সে বিষয়ে কাজ চলছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ঢাকা মহানগরীতে পণ্য পরিবহনের নতুন সেবা চালুর পর বৃহস্পতিবার সচিবালয়ে ‘ডাক বিভাগে বাস্তবায়িত ই-কমার্সের অগ্রগতি পর্যালোচনা’ সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সভায় আগামীতে বিভাগীয় শহর ও পরে উপজেলায় পোস্ট ই-কমার্স শুরু করতে উদ্যেগ নেওয়ার কথাও উঠে আসে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফায়জুর রহমান, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, উপদেষ্টা শমী কায়সার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া