adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের উপর কবি নজরুল কলেজ ছাত্রলীগের হামলা,আহত ৫

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কলেজ শাখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হন বলে জানান সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ ।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পাশের হাসপাতালে নেয়া হয়েছে।

রবিবার কলেজের শহীদ মিনার চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সবুজ আলম ফিরোজ, যায়েদ হোসেন মিশু, শাহিন আহমেদ, এইচ এম ফরহাদ।

মাঈন উদ্দিন আরিফ হামলার কথা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘কলেজের নতুন বাস উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির হিমু, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সানবির মাহমুদ ফয়সাল, উপ-স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুল আজম হৃদয়, সহ-সম্পাদক মো. নোবেল, ছাত্রলীগকর্মী এম এস সিফাত ও ফেরদৌস বাপ্পী রিয়াদসহ ১৫ থেকে ২০ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে।’

এই বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুছাইন বলেন, ‘সাংবাদিকদের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আগামী তিন দিনের মধ্যে দুপক্ষকে নিয়ে আমরা বসব। এর সঙ্গে যারা জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘হামলার বিষয়টি আমি শুনেছি। সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া