adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তসলিমা নাসরীন অসুস্থ, ক্যান্সারের আশঙ্কা

Zmwjgv bvmixb Amy¯’, K¨vÝv‡ii Avk¼vডেস্ক রিপোর্ট : অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিতসকদের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন।
ক্যান্সারের আশঙ্কা করছেন বলে নিজেই এক টুইটে জানিয়েছেন। শনিবার নিউইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।
টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিতসকরা স্তন পরীক্ষা করেন।
তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।
ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিতসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি।
ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউইয়র্কে ক্যান্সারের চিকিতসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিতসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সপ্তাহখানেক আগে নয়াদিল্লি থেকে নিউইয়র্কে যান তিনি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া