adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত লোকেশ রাহুল, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না

স্পোর্টস ডেস্ক : লোকেশ রাহুলের দুঃসময় যেন কাটছেই না। এবার করোনা পজিটিভ ধরা পড়লেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। যার ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হচ্ছে না তার। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে লোকেশ রাহুল শনিবার যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে রাহুলের কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। বর্তমানে লোকেশ রাহুল এখন রয়েছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি লোকেশ। চোটে পড়ে সিরিজের আগেই ছিটোকে পড়েন। চোট থেকে সেরে উঠতে তাকে যেতে হয়েছিল জার্মানিতে। জার্মানিতে চিকিৎসা শেষে ফিরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বেঙ্গালুরুতে ক্রিকেট একাডেমিতে। প্রস্তুতি শেষে ক্যারিবীয় দ্বীপে যাওয়ার আগে কোভিড পরীক্ষা করা হলে পজিটিভ আসে ফলাফল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। লোকেশ রাহুল শেষ পর্যন্ত ক্যারিবীয় দ্বীপে যেতে পারেন কি না, সেটা নিয়ে রয়েছে শঙ্কা। ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া