adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আট মামলায় জামিন পেলেন বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল

bnp-sohel-bailনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, খিলগাঁও, দারুস-সালাম, শাহবাগ ও ওয়ারী থানায় দায়ের করা নাশকতা মামলাসহ ৮ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। রবিবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। পরে জহিরুল ইসলাম ইসলাম সুমন বলেন, হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তাই এসব মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় শতাধিক মামলার আসামি সোহেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৯ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বর্তমানে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সোহেলের বিরুদ্ধে নাশকতার মামলাগুলোর মধ্যে শুধু পল্টন থানায় আছে ২২টি মামলা। এ ছাড়া মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা থানায় তিনটি করে, দারুস-সালাম, ওয়ারী ও খিলগাঁও থানায় দুটি করে, মোহাম্মদপুর, রমনা ও শাহবাগ থানায় একটি করে মামলা রয়েছে।

সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া প্রায় ১১০টি মামলা রয়েছে। নাশকতার অভিযোগে ২০১৪ সাল থেকে চলতি বছরের এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া