adv
১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আসামি জামিনে ছাড়া পেয়ে এলাকায় গেলো মোটর শোভাযাত্রায়

Narail-01-Sattar-19.05.15-h-thereport24ডেস্ক রিপোর্ট : গাছের সাথে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতন মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজু আদালতে আত্মসমর্পণের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।
নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবুল বাশার মুন্সী মঙ্গলবার দুপুরে তার জামিন মঞ্জুর করেন।
গত ১৭ মে আজু নড়াইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ জানান, ‘আসামি আজিজুর রহমান আজুর জামিনের বিরোধিতা করেছি। কিন্তু জেলা ও দায়রা জজ অস্থায়ী জামিন দিয়ে শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।’
এদিকে জামিনের আদেশ নড়াইল জেলা কারাগারে পৌঁছানোর পর আজু কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় তাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে এলাকায় নিয়ে যাওয়া হয়।
গত ৩০ এপ্রিল জেলার লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের স্ত্রী ববিতা খানমকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পাঁচ দিন পর গত ৫ মে নির্যাতিতার মা খাদিজা বেগম বাদী হয়ে ববিতার স্বামী শফিকুল, শ্বশুর ও শাশুড়ি, ও প্রতিবেশী আজিজুর রহমান আজুসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া