adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে ক্রিকেট দল খুলনায়

Zimbabwe1452624457স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে খুলনায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে খুলনার হোটেল সিটি ইনে পৌঁছায় তারা। ঢাকা থেকে বিমানযোগে যশোর হয়ে বাসে করে খুলনায় আসে এলটন চিগুম্বুরার নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ দলের আগমণের মতো জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও স্বাগত জানাতে হোটেল সিটি ইনের সামনে ভীড় করে ক্রীকেটপ্রেমীরা।  একে একে ক্রিকেটাররা নামলে তাদেরকে হাততালি ও উল্লাস ধ্বনিতে শুভেচ্ছা জানান তারা।  
মূলত সকালেই খুলনায় আসার কথা ছিলো দলটির। তবে দুপুরের ফ্লাইটে আসে তারা। ফলে শেখ আবু নাসের স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন সূচিটি বাতিল হয় তাদের। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলনে নামবে স্প্রিং বকরা।
এর আগে ৪টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা গেল শুক্রবার খুলনা এসেছেন। 
আগামী ১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একই মাঠে আগামী ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৩টি টি-টোয়েন্টি।  সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা ৩টায়।
জিম্বাবুয়ে দল : ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিভা, লুক জংওয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা ও ব্রিয়ান ভিটরি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া