adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এমপি কোটায় আমদানি করা গাড়ি জব্দ

carনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান এলাকা থেকে বিলাসবহুল একটি গাড়ি আটক করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা।
 
এমপি কোটা সুবিধা নিয়ে এই গাড়িটি আনা হয়েছিল। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এ গাড়িটি আমদানি করা হয়েছে।
 
২৪ এপ্রিল রোববার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গুলশান আজাদ মসজিদের কাছে ২৪ নম্বর রোডের ১১ নম্বর বাড়ি থেকে পোরসচে ব্রান্ডের এই গাড়িটি (নম্বর- ঢাকা মেট্টো ঘ, ১১-৮৩০২) জব্দ করা হয়।
 
২০০৬ সালের ১৬ অক্টোবর নারায়ণগঞ্জের প্রাক্তন সংসদ সদস্য আব্দুল মতিন সাংসদ কোটায় গাড়িটি আমদানি করেন। গাড়ি আনার তিন মাসের মধ্যেই ৪৫০০ সিসির এই গাড়িটি পাঁচ কোটি টাকা শুল্ক পরিশোধ না করে ২১ জানুয়ারি প্রেস্টিজ মটরস নামে এক প্রতিষ্ঠানের মালিকের কাছে হস্তান্তর করেন।
 
এরপর সেখান থেকে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি অ্যাবেকো ইন্ডাস্ট্রিজের কাছে হস্তান্তর করেন।
 
২০০১ সালে আব্দুল মতিন বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। ওই সময় তিনি এরকম অনেকগাড়ি বিনা শুল্কে আমদানি করেন এবং সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন। কিন্তু হস্তান্তরের সময় তিনি ট্যাক্স ফাঁকি দিয়ে কাস্টমস রুলস ভঙ্গ করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মহাপরিচালক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া