adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলমেট পরা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

helmet news limon_92531স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি ক্রিকেটে আগামী মৌসুম থেকে সকল ব্যাটস্যমান, উইকেটরক্ষক এবং ক্লোজ ফিল্ডারদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক বলে গতকাল ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত বছর ঘরোয়া ক্রিকেটে মাথায় বলের আঘোতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর সকল পেশাদার নারী ও পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে নতুন এ নিয়ম করা হয়েছে।

ইসিবি’র প্রধান মেডিকেল কর্মকর্তা নিক পিয়ার্স বলেন, ক্রিকেট তুলনামূলক একটি নিরাপদ খেলা ছিল এবং নতুন এ নিয়মের ফলে এটা আরও নিরাপদ হবে।

তিনি বলেন, আমরা দেখেছি সক্রিয় অনেক খেলার তুলনায় ক্রিকেট অনেক বেশি বিপজ্জনক নয়।

‘তবে যাই হোক সম্প্রতি সময়ে আমরা দেখেছি ক্রিকেট বল অনেক বড় ইনজুরির কারণ হতে পারে এবং খেলোয়াড়রা ব্যাটিং করার সময়, উইকেটকিপিং এবং স্টাম্পের কাছে ফিল্ডিং করার সময় সঠিকভাবে সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ তৈরিকৃত হেলমেট নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকরী করে বানানো হয়েছে এবং সর্বশেষ ব্রিটিশ সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সকল খেলোয়াড়কে বাধ্যতামুলকভাবে তা ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইংল্যান্ডের রিক্রিয়েশনাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ইতোমধ্যেই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং সকল প্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে ইসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া