adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপে দল বাড়ছে, ফিরছে চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার আইসিসি বোর্ডের বৈঠকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জনিয়েছে, বোর্ডের সভায় ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে বৈশ্বিক চুর্নামেন্টগুলোতে দল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি বছরই পুরুষ ও মেয়েদের ক্রিকেটে থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট।

২০২৭ এবং ২০৩১ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪ সাল থেকে দুই বছর পর পর আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি জানায়, ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি করে দল খেলবে। মোট ৫৫টি ম্যাচ হবে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে দল কমিয়ে ১০-এ নামিয়ে আনা হয়। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও হবে ১০ দল নিয়ে। তবে পরের আসর থেকে বাড়ছে দল সংখ্যা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবশেষ আসরের মতোই ৮টি করে দল খেলবে। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে। – আইসিসি ওয়েবসাইট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া