adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সাত ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিতে পালন করে বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকাল নয়টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এই কর্মসূচি শুরু হয়। ঢাকা ছাড়া সারাদেশেও একই কর্মসূচি পালন করছে দলটি।

মহানগর নাট্যমঞ্চে অনশন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই উপস্থিত হন দলটির নেতাকর্মীরা। নয়টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল আটটার মধ্যেই কর্মসূচিসস্থলে অবস্থান নেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে নাট্যমঞ্চ এলাকা।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা।

কর্মসূচি পরিচালনা করেন বিএনপির সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। রায় ঘোষণার পরই সাবেক এ প্রধানমন্ত্রীকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিএনপি প্রধানের কারাগারে যাওয়ার পর তার মুক্তির দাবিতে দলটি বিভিন্ন কর্মসূচি দিয়ে সরব থাকে। পরবর্তীতে তাদের কর্মসূচিতে কিছুটা ভাটা পড়ে।

গত রােববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় প্রধানের মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে দলটি। সকাল নয়টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত। কর্মসূচিতে ২০ দলীয় জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া