adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাতলেটিকো মাদ্রিদ হেরে যাওয়ায় জমে উঠেছে স্প্যানিশ লা লিগা

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল লা লিগা জমে উঠেছে। নির্দিষ্ট কোনো দলের নিয়ন্ত্রণে নেই এই খেলা। শিরোপা দাবিদার হয়ে উঠেছে বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে টেবিল টপার অ্যাতলেটিকো হেরে যাওয়ায় লা লিগায় এই নাটকীয়তা সৃষ্টি হয়েছে।

রোবববার (২৫ এপ্রিল) রাতে মাদ্রিদের দলটির বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বিলবাও। আলেজান্দ্রো বারেঙ্গুয়েরের রেমিরোর গোলে স্বাগতিকরা লিড পায় ৮ মিনিটে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বিলবাও। ম্যাচের ৭৭ মিনিটে দলকে সমতায় ফেরান স্টেফান সেভিচ। তবে শেষ মুহুর্তে গোল করে বিলবাওকে জয়ের আনন্দে মাতান ইনিগো মার্তিনেজ।

এদিকে দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে বার্সেলোনা। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৭১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার অপেক্ষায়। – মার্কা / আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া