adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামালা – দগ্ধ ৯ জনের মধ্যে মারা গেলেন ৩জন

Magura-Boma-pic-e1426952252746নিজস্ব প্রতিবেদক : মগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় শনিবার রাতে  ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে তিন জন মারা গেছেন। এরা হলেন- রওশন আলী (৩৫) ও  শাকিল আহমেদ (২৮), মো. মতিন (৩০)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে।
দগ্ধ অন্যরা হলেন- আরব আলী (২৫), ফারুক আহমেদ (৪০), নাজমুল হোসেন (২৫), ইলিয়াস হোসেন (৩৫),  ইয়াদুল ইসলাম (৩৮) ও ট্রাকচালক ইমরান আলী (৫০)।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে শনিবার রাত সোয়া ২টার দিকে রওশন আলী মারা যান। এরপর রোববার বেলা ১২টার সময় শাকিল আহমেদ নামের আরেক শ্রমিক মারা গেছেন। বিকেলে মো. মতিনের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘দগ্ধ শাকিলের শ্বাসনালীসহ শরীরের ৬৫ ভাগ পুড়ে গিয়েছিল। চেষ্টা করেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া বাকি ছয় জনের অবস্থাও আশাঙ্কাজনক। শনিবার রাত ৮টার দিকে মাগুরা জেলা সদরের মাঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ওই ট্রাকে থাকা ৯ জন শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলামেইলকে জানান, ‘জেলা সদরের মাঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৯ শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া