adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাই ইন্ডিয়ান্সের আচরণে হতাশ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। এর আগে, হার্দিক খেলতেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তবে গত আইপিএলের নিলামের আগে হার্দিককে ছেড়ে দিয়েছিল মুম্বাই। এতে হার্দিক হতাশ হয়েছিলেন।

সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, কায়রন পোলার্ড ও জশপ্রিত বুমরাহকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া উঠেছিলেন নিলামে। সেই জায়গা থেকে গুজরাট টাইটান্সকে প্রথমবার নেতৃত্ব দিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন করেন হার্দিক।

এ বিষয়ে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, ‘হার্দিক খুবই হতাশ হয়েছিল, যখন জানতে পারে মুম্বাই ওকে নেয়নি। খুবই কঠিন সিদ্ধান্ত ছিল মুম্বাইয়ের কাছেও। ওই দলে ছিল ঈশান কিশান, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার। কিন্তু হার্দিককে নেওয়া হয়নি। সত্যি বলতে, যা দেখে আমিও বেশ অবাক হয়ে গিয়েছিলাম।
চাপে পড়লেই হার্দিক নিজেকে মেলে ধরেন বলে মনে করেন শাস্ত্রী। বাড়তি দায়িত্ব পেলেও মরিয়া হয়ে ওঠেন। এর প্রতিফলনই দেখা গিয়েছে এবারের আইপিএলে। শাস্ত্রীর কথায়, গুজরাট ওকে নেওয়ার পরেই হার্দিক বাড়তি দায়িত্ব দিয়ে দিয়েছিল। বেশি দায়িত্ব দেওয়া হলে ওকে সত্যি অন্য রকম ক্রিকেটার মনে হয়। দলকে জেতাতে মরিয়া হয়ে ওঠে। – হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া