adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে হুড়োহুড়িতে নাইজারে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : ত্রাণ বিতরণকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বর্ন প্রদেশের ডিফা শহরে একটি শরণার্থী ক্যাম্পে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নাইজারের আঞ্চলিক কর্মকর্তার বরাতে বিবিসি ও আনাদোলু জানিয়েছে, এ ঘটনায় আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।

প্রকাশিত খবরে জানা গেছে, নাইজেরিয়ার বর্ণ রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।

সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল।

ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষামান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে অন্তত ২৩ জন নিহত ও আরও ১০ জন আহত হয়।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামি শরিয়াভিত্তিক একটি রাজ্য প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই করছে বোকো হারাম। গোষ্ঠীটি নাইজেরিয়ার ওই অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনেও নিয়মিত অভিযান চালায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া