adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদ সবকিছু মেনে নিয়েছেন’

image_64558_0ঢাকা: জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ডয়চে ভেলেকে বলেছেন, নির্বাচন নিয়ে দলে মতবিরোধ থাকলেও দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন সবকিছু মেনে নিয়েছেন৷

দলের মধ্যে এখন আর কোনো মতবিরোধ নেই৷ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সাংগঠনিক তৎপরতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি৷ ইয়াহিয়া চৌধুরী মনে করেন তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তাই তারা পুরো মেয়াদই দায়িত্ব পালন করতে চান৷

সিলেট-২ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া চৌধুরী। এরশাদ এবং রওশন এরশাদের খুবই কাছের বলে পরিচিতি আছে তার৷ দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি৷ তাই বর্তমান অবস্থায় জাতীয় পার্টির ভেতরের খবর জানতে তার সঙ্গে কথা বলে ডয়চে ভেলে৷

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এরশাদ এবং রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব এবং চাপের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচন নিয়ে মতবিরোধ ছিল সত্য, তবে এরশাদ পরে সব মেনে নিয়েছেন৷ তিনি দাবি করেন দলের অধিকাংশ নেতা এবং কর্মীরাই নির্বাচনের পক্ষে ছিলেন৷ তাই দলের চেয়ারম্যান শেষ পর্যন্ত অধিকাংশের মতকেই গুরুত্ব দিয়েছেন।

ইয়াহিয়া চৌধুরী বলেন, বিরোধী দলে বসা এবং একই সঙ্গে মন্ত্রিত্ব নেয়ায়ও আপত্তি জানাননি এরশাদ৷ তার মতে, বর্তমান সরকার ঐকমত্যের সরকার৷ তাই সরকারের সমালোচনার পাশাপাশি সহযোগিতাও করতে চায় জাতীয় পার্টি৷ ১৯৯৬ সালেও এরকম ঐকমত্যের সরকার ছিল বলে জানান তিনি৷

জাতীয় পার্টির এই নেতা বলেন, বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকারের দাবি বিএনপিই প্রথম তুলেছিল৷ তার আশা জাতীয় পার্টি এবারের সংসদে ডেপুটি স্পিকারের পদ পাবে৷

তিনি ৫ জানুয়ারির নির্বাচনকে একতরফা বলতে নারাজ৷ তার মতে, এটি বিএনপি-জামায়াতবিহীন নির্বাচন৷ তিনি মনে করেন বাংলাদেশের রাজনীতির তিনটি প্রধান পক্ষ: আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি৷ সদ্য সমাপ্ত নির্বাচনে দুটি প্রধান পক্ষ অংশ নিয়েছে৷

ইয়াহিয়া চৌধুরী মনে করেন তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন৷ তাই পাঁচ বছরই তাদের দায়িত্ব পালন করতে হবে৷ আগামী নির্বাচন নিয়ে বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনা এবং সমঝোতার প্রয়োজন আছে৷ তবে তা মধ্যবর্তী বা আগাম নির্বাচন নয়, মেয়াদ শেষে নির্বাচনের জন্য৷

তিনি বলেন, বিএনপি এর আগে বিরোধী দল হলেও সংসদে যায়নি, বাইরে থেকে সরকারের সমালোচনা করেছে৷ আর এবারও তারা সংসদে নেই৷ বাইরে থেকে সমালোচনা করবে৷ তাতে অসুবিধার কিছু নেই৷

ইয়াহিয়া চৌধুরী বলেন, এবার জাতীয় পার্টি শুধু বিরোধী দলে বসেই সন্তুষ্ট নয়৷ তারা সাংগঠনিক কাঠামো আরো বিস্তৃত করতে চায়৷ এজন্য প্রাথমিক পর্যায়ে পরিকল্পনার কাজ চলছে৷ সারা দেশে সংগঠন শক্তিশালী এবং বিস্তৃত করতে নেতারা জেলায় জেলায় সফর করবেন৷ তার দাবি জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ৷ এখানে কোনো কোন্দল নেই৷ আছে গণতান্ত্রিকভাবে ভিন্নমত প্রকাশের অধিকার৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া