adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বার্সেলোনার সামনে আলমেরিয়া

Barcelona-1428471851স্পোর্টস ডেস্ক :  লা লিগায় শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে আজ বুধবার মাঠে নামছে বার্সেলোনা। মেসি-নেইমারদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার নিচের সারির দল আলমেরিয়া। এই আলমেরিয়ার কাছে কখনোই হারেনি কাতালানরা।
বুধবার ক্যাম্প ন্যুয়ে বার্সা-আলমেরিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪।
সম্প্রতি দারুণ ছন্দে আছে বার্সা। এ বছর লা লিগায় ১৩ ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে মেসি-নেইমারদের দল। এই মুহূর্তে লা লিগার শীর্ষেও অবস্থান করছে গতবারের রানার্স আপরা। ২৯ ম্যাচে বার্সার সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ বেশি খেলে ৬৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়।
এদিকে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বার্সার সেরা তারকা মেসি। চোটের কারণে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ মিস করলেও বার্সার সবশেষ ম্যাচে খেলেছেন ফুটবলের খুদে জাদুকর। অবশ্য তেমন একটা জ্বলে উঠতে পারেননি চারবারের বর্ষসেরা এই আর্জেন্টাইন তারকা।
গত রোববার সে ম্যাচে জেরেমি ম্যাথিউয়ের একমাত্র গোলে সেল্টা ভিগোকে হারায় বার্সা। অবশ্য আলমেরিয়াকে সামনে পেলে সব সময়ই জ্বলে ওঠেন মেসি। আলমেরিয়ার বিপক্ষে শেষ ছয় ম্যাচে ৯ গোল করেছেন বার্সা ফরোয়ার্ড।
আলমেরিয়ার সঙ্গে এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৩ ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে বার্সা। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। ক্যাম্প ন্যুয়ে লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় বার্সা। আর এই পাঁচ ম্যাচে মেসি-নেইমাররা গোল করেছেন মোট ১৫টি। পক্ষান্তরে তারা গোল হজম করেছেন মাত্র দুটি।
ক্যাম্প ন্যুয়ে আলমেরিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ৪-১ গোলে জিতেছিল বার্সা। নিজেদের মাঠে আজও হয়তো গোল-উৎসবে মেতে উঠবেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া