adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বিচারকের আসনে সৌদির নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিচারকের আসনে বসতে যাচ্ছেন সৌদি আরবের নারীরা। শীঘ্রই নারীদের নিয়োগের জন্য বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ নিচ্ছে ধর্মীয়ভাবে রক্ষণশীল মধ্যপ্রাচ্যের এই দেশ।

দেশটি গেল কয়েক বছর ধরে সামাজিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এবার নারীদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

শনিবার (১৬ জানুয়ারি) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি হিন্দ আল-জাহিদ এমন তথ্য জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন : দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন দেখছে ফিলিস্তিন

নারীর অধিকার অর্জনে সৌদি অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে তিনি বলেছেন, সৌদির শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি। বর্তমানে এই অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছে গেছে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার সহজ উপায়

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে সৌদি নারীদের অংশগ্রহণ ৩৯ থেকে ৪১ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া