adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেড় মাসের জন্য কোর্টের বাইরে টেনিস তারকা রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে চোট নিয়েই খেলেন। সেটাই শেষ পর্যন্ত কাল হলো রাফায়েল নাদালের জন্য। পাঁজরের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই টেনিস তারকা।

গত শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে কার্লোস আলকারাসের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন নাদাল। ব্যথা নিয়েই খেলেন ফাইনাল। সেখানে যদিও জিততে পারেননি স্প্যানিশ তারকা। তাকে হারিয়ে শিরোপা জিতে নেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ। ম্যাচ চলাকালীন শ্বাস নেওয়ার সময় ব্যথা অনুভব করছিলেন নাদাল। পরে নিজেই জানান, এক পর্যায়ে মাথা ঘোরাচ্ছিল তার। -বিডিনিউজ

ফ্রিটজের কাছে হারের আগে টানা ২০ ম্যাচে জয় পেয়েছিলেন নাদাল। চলতি বছরে এটি তার প্রথম হার। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২২ মার্চ) চোটের বিষয়টি জানিয়ে নাদাল লেখেন, ফাইনালে অস্বস্তি নিয়ে খেলার পরপরই আমি আমার মেডিকেল টিমের কাছে গিয়েছিলাম পরীক্ষা করাতে। যা দেখা যাচ্ছে, আমার পাঁজরে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। এটি ভালো খবর নয় এবং আমি এটি আশা করিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া