adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোলিং ব্যর্থতায় আমাদের পরাজয় : মাশরাফি

mashrafeডেস্ক রিপাের্ট : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশা দিয়ে। ৩০৫ রানের বড় স্কোর গড়েও টাইগাররা ইংল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশের বোলাররা পারেননি জ্বলে উঠতে। তাছাড়া আট ব্যাটসম্যান খেলাতে গিয়ে একজন পূর্ণাঙ্গ বোলারের অভাবটা বেশ ভালভাবেই ফুটে উঠেছে। শুক্রবার ওভালে ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অভিমত, বোলারদের সাদামাটা পারফরম্যান্সে কারণেই ইংল্যান্ডকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয় ছিনিয়ে আনতে পারেনি তার দল। পরের ম্যাচে নিজেদের বোলিং শক্তি বাড়ানোর বিষয়টি নিয়েও ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইন। তার প্রশ্নের উত্তরে ম্যাচ হারার কারণ হিসেবে বোলারদের ব্যর্থতাকে দায়ী করেছেন মাশরাফি, ‘শুরুতে একটি উইকেট পেলেও ইংল্যান্ডের ইনিংসের বাকি সময়টা আমরা ভালো বল করিনি। উইকেট তুলে নিতে পারিনি মাঝের ওভারগুলোতে। যা আমাদের ভুগিয়েছে।’
বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে নেমেছিল তিনজন স্পেশালিস্ট পেসার নিয়ে। অধিনায়ক মাশরাফির সঙ্গে মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পিন আক্রমণের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তাদের মধ্যে মাশরাফির ঝুলিতে গেছে এক উইকেট। অকেশনাল স্পিনার সাব্বির রহমান পেয়েছেন বাকিটি। কিন্তু দলের অন্যতম তিন তারকা বোলার সাকিব-মোস্তাফিজ-রুবেল ছিলেন উইকেটশূন্য। সঙ্গে যোগ হয়েছিল পরিপূর্ণ একজন পঞ্চম বোলারের ঘাটতি। এ বিষয়ে মাশরাফি বলেছেন, ‘আমরা আটজন ব্যাটসম্যান খেলিয়েছি। ফলে একজন পূর্ণাঙ্গ বোলারের অভাব ছিল।  পরের ম্যাচে অতিরিক্ত একজন বোলারকে খেলানোর ব্যাপারে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে।’
ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছিল মাত্র ৩৬ রান। মাঝের ওভারগুলোতে দারুণ খেললেও শেষ ছয় ওভারে আবারো ছন্দপতন ঘটে। ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছিল টাইগাররা। তাই বোলিংয়ের পাশাপাশি এ ম্যাচের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট হতে পারেননি মাশরাফি, ‘শেষের ওভারগুলোতে আমরা খুব বেশি রান তুলতে পারিনি। ৮ উইকেট হাতে ছিল। কিন্তু তামিম-মুশফিক একসঙ্গে আউট হয়েছে। পরের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেনি। আমরা স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করতে পারতাম।’
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের মাঠে তামিম ইকবালের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও মুশফিকুর রহীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩০৫ রান করেছিল বাংলাদেশ। কিন্তু বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। ইনিংসের শুরুতে জেসন রয় সাজঘরে ফিরলেও এরপর ইংলিশ ব্যাটসম্যানরা অনায়াসে রান তুলেছেন। অ্যালেক্স হেলস-জো রুট-ইয়ন মরগানের ব্যাটে চড়ে ২ উইকেট হারিয়ে ১৬ বলে হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেছে স্বাগতিকরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া