adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশ্রয়ণ ঘরে বাস করা দুইবারের সাবেক এমপি মারা গেছেন

ডেস্ক রিপাের্ট : ময়মনসিংহ গফরগাঁও উপজেলার দুই বারের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বুধবার (১১ জানুয়ারি) গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে মারা যান তিনি।

জানা গেছে, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন এনামুল হক জজ। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে দু’বার সংসদ সদস্য হন তিনি।

এদিকে বর্তমানে জজ মিয়া তৃতীয় স্ত্রী রুমার সঙ্গে ছেলে নুরে এলাহিকে (১০) নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন।

এ বিষয়ে আবিদুর রহমান বলেন, গফরগাঁওয়ের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া