adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৮ অভিযোগ

image_61698_0ঢাকা: একাত্তরে  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে ১৮টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।



রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ বরাবর প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম এ অভিযোগ দাখিল করেন।



পরে এ বিষয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘একাত্তরে হবিগঞ্জের কায়সার বাহিনীর প্রধান সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৮টি অভিযোগ সুবিন্যস্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।’



তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ চূড়ান্ত করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

তার মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আরো দু’টি অভিযোগ বৃদ্ধি করে আজকে অভিযোগ দাখিল করা হল। এ মামলায় ৭০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান তিনি।



উল্লেখ্য, গত ৩০ জুলাই কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল-২। মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন আসামিদের মধ্যে কায়সার দ্বিতীয় আসামি যাকে জামিনে রেখে বিচারকাজ পরিচালিত হচ্ছে। তবে বিএনপি নেতা আব্দুল আলীমের রায় ঘোষণার পর বর্তমানে একমাত্র আসামি হিসেবে তিনি জামিনে আছেন।



গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানী অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।



মামলায় সৈয়দ মো. কায়সারের পরিচয়ে বলা হয়েছে, তার বাবা সৈয়দ সঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগের এমএনএ নির্বাচিত হন। সৈয়দ কায়সার ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনার দোসর হিসেবে তাদের পক্ষে অবস্থান নেয়। স্বাধীনতার ঊষালগ্নে তিনি আত্মগোপন করেন বলে অভিযোগে বলা হয়।



তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো-



১ নম্বর অভিযোগ: ১৯৭১ সালের ২৭ এপ্রিল শাহজাহান চেয়ারম্যানকে হত্যা, নায়েব আলীকে জখম ও বাড়িতে হামলা লুটপাট।

২ নম্বর অভিযোগ: একই দিন মাধবপুর বাজারের পশ্চিম পাশে ও কটিয়ারায় লুটপাট ও অগ্নিসংযোগ।

৩ নম্বর অভিযোগ: ২৭ এপ্রিল একাত্তর সালে কৃষ্ণনগর গ্রামের অহিদ পাঠানসহ ৪জনকে হত্যা, লুটপাট।

৪ নম্বর অভিযোগ: ১৯৭১ সালের ২৮ এপ্রিল আব্দুস সাত্তারসহ ১৫ জনকে হত্যা, কদর আলীকে নির্যাতন ও বাড়িঘর লুটপাট করে।

৫ নম্বর অভিযোগ: একাত্তর সালের ২৯ এপ্রিল আব্দুল আজিজসহ ৭ জনকে নির্যাতন করে হত্যা করা হয়।

৬ নম্বর অভিযোগ: ২৯ এপ্রিল ডা. সালেহ উদ্দিন আহমেদসহ ২ জনকে নির্যাতন করে হত্যা করা হয়।

৭ নম্বর অভিযোগ: একাত্তর সালের ৩০ এপ্রিল এনএনএ মোস্তফা আলীর বাড়িসহ ৪০/৪৫ বাড়িতে লুটপাট করে।

৮ নম্বর অভিযোগ: একাত্তর সালের ১১ মে সাঁওতাল রমণীকে ধর্ষণে সহায়তা করা হয়।

৯ নম্বর অভিযোগ: ১৫ মে একাত্তর সালে মাধবপুর থানার লোহাইদ এলাকায় আব্দুল আজিজসহ ৮ জনকে হত্যা করা হয়।

১০ নম্বর অভিযোগ: একাত্তর সালের ১৩ জুন হবিগঞ্জের সদর থানায় শাহ ফিরোজ আলীকে অপহরণ করে হত্যা করা হয়।

১১ নম্বর অভিযোগ: একাত্তর সালের ২৩ জুন হরিপুর থানার গোলাম রসুল ও তার পরিবারকে নির্যাতন অনেককে অপহরণ পরে লুটপাট চালানো হয়।



১২ নম্বর অভিযোগ: একই দিন গুটমা থানার দয়াল গোবিন্দের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়।

১৩ নম্বর অভিযোগ: একাত্তর সালের ২৩ জুন নাসিরনগর থানার ছায়েদুল হকের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়।

১৪ নম্বর অভিযোগ: একাত্তর সালে আগস্ট মাসের মাঝামাঝি সাময়ে আতাব মিয়াগংদের অপহরণ ও মাজেদাকে ধর্ষণ।

১৫ নম্বর অভিযোগ: একাত্তর সালের ১৮ আগস্ট মহিবুল্লাহসহ ৪ জনকে অপহরণ করে হত্যা করা হয়।

১৬ নম্বর অভিযোগ: ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর মাধবপুর থানায় সিরাজ আলীসহ ৪ জনকে অপহরণ করে হত্যা করা হয়।

১৭ নম্বর অভিযোগ: একাত্তরে অক্টোবর মাসে নাজিম উদ্দিনকে অপহরণ করে হত্যা করা হয়।

১৮ নম্বর অভিযোগ: ১৯৭১ সালের ১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলা ও হবিগঞ্জের বিভিন্ন গ্রামে হামলা, লুটপাট, অগ্নিসংযোগসহ ১০৮ জনকে হত্যা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া