adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৈলাশ সত্যার্থী বললেন-অর্থনৈতিক সহিংসতা বিশ্ব শান্তির জন্য হুমকি

KOILASHডেস্ক রিপাের্ট : শান্তিতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থীবিশ্বব্যাপী আয় বৈষম্যকে অর্থনৈতিক সহিংসতা জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন শান্তিতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী। তিনি বলেছেন, ‘অর্থনৈতিক বৈষম্যের এই সহিংসতা মানব জাতির নিরাপত্তা ও শান্তির জন্য বড় ধরনের হুমকি।’

২ এপ্রিল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের সাধারণ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনায় শিশু অধিকার কর্মী কৈলাশ একথা বলেন।  সাধারণত মূল প্রবন্ধ উপস্থাপনের সময় লিখিত বক্তব্য দেওয়া হলেও কৈলাশ উপস্থিত বক্তৃতা দেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল'। সাধারণ আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘বিশ্বের একশো কোটি মানুষ দিনে দুই ডলারও আয় করতে পারে না। কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠান প্রধান ও শ্রমিকের আয়ের ব্যবধান ছিল ২০:১। এই বৈষম্য বেড়ে এখন ২০০:১-এ দাঁড়িয়েছে। বিশ্বের ৫০ শতাংশ মানুষের সমপরিমাণ সম্পদ মাত্র ৮ জন ধনীর কাছে আছে। দিনে দিনে এই বৈষম্য বাড়ছে।’

বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে কৈলাশ বলেন, ‘দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর কিছু অংশে তরুণরা কিভাবে ভুল পথে  যাচ্ছে। উগ্রবাদের পথ বেছে নিচ্ছে। বিশ্বের ২৩০ মিলিয়ন শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। তাদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত। যৌথভাবে এর সমাধান আমাদের দায়িত্ব। টেকসই উন্নয়নে এর জন্য ফ্রেম ওয়ার্ক আছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো এই বিপদগ্রস্ত শিশুদের বাঁচানোর জন্য।’

সম্মেলনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যখন এই সম্মেলন করছি তখন ২৭০ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না। ২১ মিলিয়ন মানুষ বিক্রি হয়ে শ্রম দাসে পরিণত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।’

তিনি বলেন, একদিকে ১০০ মিলিয়ন শিশু দাসত্ব, পাচার ও শিক্ষাবঞ্চনাসহ বিভিন্ন সহিসংতার শিকার হচ্ছে। অন্যদিকে ১০০ মিলিয়ন তরুণ রয়েছে যারা চাচ্ছে পৃথিবীকে বদলে দিতে। তাদের পৃথিবী বদলে দেওয়ার শক্তি, ক্ষমতা ও আদর্শ আছে। আমরা কি এই তরুণদের পাশে দাঁড়াতে পারি না?

সবার প্রতি আহ্বান জানিয়ে কৈলাশ বলেন, ‘আমরা যদি এই শক্তিকে কাজে লাগাতে না পারি, তবে তারা হতাশাগ্রস্থ, অসহিষ্ণু এবং সহিংস হয়ে পড়বে। তরুণদের কথা যদি শোনা হয় তাহলে এই পৃথিবী আরও আনন্দময় এবং শক্তিশালী হতো। পৃথিবীকে সুন্দর করতে তরুণদের শক্তি আছে, আদর্শ আছে, সম্ভাবনা আছে।’

তিনি বলেন, সারা বিশ্বে শিশুরাই বাল্য বিবাহ ও শিশু শ্রমের বিরুদ্ধে দাঁড়িয়েছে।  আপনাদেরও (এমপি) দাঁড়ানো উচিত। বিশ্বের সব শিশুর প্রাথমিক শিক্ষার জন্য মাত্র ২২ বিলিয়ন ডলার প্রয়োজন। যা বিশ্বের সাড়ে তিনদিনের প্রতিরক্ষা বাজেটের সমান।

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমাদের এই বিশ্ব কি এতই গরিব যে এই পরিমাণ অর্থ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করতে পারবো না?’ সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বাজেটে এই অর্থ বরাদ্দ করার দায়িত্ব আপনাদের।আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিশুর জন্য যা বলা হয়েছে তা অর্জনের জন্য যার যার দেশে ফিরে কাজ করবেন।’

তিনি বলেন, ‘আজই সময়, এই ঢাকাই স্থান, এখান থেকেই আমাদের শিশুদের জন্য কিছু করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সহানুভূতি নিয়ে সারা বিশ্বের শিশুর পাশে দাঁড়াতে হবে।’

এ প্রসঙ্গে তার একটি উদ্যোগের কথা তুলে ধরে কৈলাশ বলেন, ‘আমরা সব নোবেল জয়ীরা একটা ক্যাম্পেইন শুরু করেছি। ২০ সেপ্টেম্বর এমপিরা নিজ নিজ স্কুলে যান। আপনাদের স্কুলে শিশুদের সঙ্গে সময় কাটান। বিশ্ব নাগরিকদের জন্য একটি নতুন সভ্যতা গড়তে হবে।’

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি নারীকে আমরা সমানভাবে ক্ষমতা দিতে পারতাশ তাহলে গত ৫ হাজার বছরের সভ্যতার ইতিহাসে অনেক সমস্য আমাদের মোকাবিলা করা লাগতো না। যা এখন আমোদের করতে হচ্ছে।’

আইপ্রণেতাদের উদ্দেশে কৈলাশ আরও বলেন, ‘করপোরেট নেতৃত্বের ক্ষমতা রয়েছে কিন্তু জনপ্রতিনিধিদের সঙ্গে এই ক্ষমতা মেলালে চলবে না। আপনারা কেবল জনগণ, ভোটার ও এলাকার জনপ্রতিনিধি নন আপনারা লাখো, প্রত্যাশা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করেন। আপনারা তাদের বিবেক এবং বিশ্বাসের রক্ষক।’

মূল প্রবন্ধ উপস্থাপনের পর এ বিষয়ে সাধারণ আলোচনা শুরু হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া