adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছেন প্রধানমন্ত্রী, সাফসুতরো হলো ঢাবি

image_62247_0ঢাবি: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘বিজয় একাত্তর’ হল উদ্বোধন করতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নির্মিতব্য বঙ্গবন্ধু টাওয়ার, এমবিএ’র নতুন ভবন এবং শিক্ষকদের আবাসিক কোয়ার্টার ভবনের উদ্বোধন করবেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে ক্যাম্পসে সাজ সাজ রব। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার বিল্ডিংগুলো ঘষেমেজে রঙ লাগানো হয়েছে, এমনকি রাস্তায় নতুন পিচ ঢালাই করে রাস্তাগুলো চকচকে করে তোলা হয়েছে।

দুদিন আগেও ডাস্টবিনের ময়লার দুর্গন্ধে যেখানে শিক্ষার্থী নকে আঙ্গুল চেপে চলা ফেরা করতো সেখানেও এখন কোন ময়লা নেই।

কিছু দিন আগেও শহরের যত পাগল আর টোকাই আর ভবঘুরে মাদকসেবীদের আশ্রয়স্থল ছিলো যে বিশ্ববিদ্যালয় এলাকা, যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো শিক্ষার্থীদের জীবন, সরেজমিনে ঘুরে তাদের দেখাও পাওয়া গেল না।

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় যেন নতুন রুপ ফিরে পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছিুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমণে বিশ্ববিদ্যালয় সাফসুতরো হয়ে পরিস্কার হয়ে গেছে।’

এদিকে নব নির্মিত হল উদ্বোধন করা হবে এমন সংবাদে খুশি ঢাবি শিক্ষার্থীরাও। কারণ এখানে পড়তে এসে তাদের আবাসন সঙ্কটের মধ্য দিনানিপাত করতে হয়। এমন কি ছাত্ররা হলকক্ষে থাকতে না পেরে বাধ্য হয়ে হলের বারান্দায় মানবেতর জীবন যাপন করেন।

নতুন হল উদ্বোধন করা হলে সাময়িকভাবে হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা কমবে বলে অনেক শিক্ষার্থী মনে করেন।

যেসব হলে তীব্র আবাসিক সঙ্কট রয়েছে সেগুলাতে থেকে ছাত্রদের এখানে স্থানান্তর করে নেওয়া হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

এ সম্পর্কে জানতে চাইলে এস এম হলের আবাসিক ছাত্র সাব্বির আহমেদ বলেন, ‘হল জীবনের অনেকটা সময় বারন্দায় কাটিয়েছি। যদিও এখন রুম পেয়েছি কিন্তু সেখানেও ৪ শয্যা বিশিষ্ট কক্ষে ৮ জন গাদাগাদি করে থাকতে হচ্ছে। শুনেছি নতুল হলে আমাদের হল থেকে অনেক ছাত্রকে রিপ্লেসমেন্ট করা হবে। তাহলে তো আমাদের আর আগের মত কষ্ট করে রুমে থাকতে হবে না।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে ক্যাম্পাসে নেওয়া হচ্ছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। দু’দিন থেকে এনএসআইসহ সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে।

নিরাপত্তা ব্যাপারে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাংলামেইকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে ক্যাম্পাসের বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সীমানা প্রাচীরসহ বিভিন্ন বিল্ডিংয়ের দেয়াল দখল করে বিভিন্ন স্লোগান লিখেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া