adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় দু’টি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

UTTARAনিজস্ব প্রতিবেদক : রাজধানীরউত্তরা ৪ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে সি-শেল ও একুশে রেস্তোঁরাতার পাশের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভবনটির ম্যানেজার ও কয়েকজনকর্মী জানান, ভোরে সি শেল রেস্তারাঁর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।রাতে রেস্তোরাঁয় তাদের দু’জন কর্মী ছিল, তারা সামান্য আহত হয়েছেন। তবে ছয়তলা ভবনের সব ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে। রাতে রেস্তোরাঁ বন্ধ থাকায় হতাহতের কোনো সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস কর্মীরা পাশের ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদে নামিয়ে এনেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশেসি-শেল ও একুশে রেস্তোঁরাতার পাশের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এর পর সকাল ১০টার দিকেফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ারম্যান জীবন দে জানান, উত্তরায় দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যেহেতু বড় ধরণের অগ্নিকাণ্ড এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। রিপোর্ট এলে বলা যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া