adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি ও করিম বেনজেমা আল হিলাল ক্লাবে যোগ দিচ্ছেন: সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি পিএসজি ছেড়ে দিয়েছেন। করিম বেনজেমাও রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। মেসি ইস্যুতে সম্ভাব্য তিন গন্তব্য নিয়ে গুঞ্জন রটছে অনেক দিন। এদিক থেকে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল। – গালফনিউজ

গত শনিবার পিএসজির হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলেন রামোস ও মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। মেসির জন্য বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। মেসিকে পেতে প্রস্তুত সাবেক ক্লাব বার্সেলোনা ও আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি।

মেসি যদি আল হিলালে যোগ দেয় তবে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক এক তারকাকে পাবেন সতীর্থ হিসেবে। আর তিনি হলেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর পর রিয়াল ছেড়েছেন বেনজেমা। গুঞ্জন রটেছে বেনজেমাও আল হিলালে যোগ দিচ্ছেন।

যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ক্লাবটি। তবে সৌদির ক্রীড়া মন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, মেসি ও বেনজেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেয়া হবে।
মেসিকে বছর প্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা আল নাসর থেকে পাওয়া রোনালদোর বেতনের দ্বিগুণ। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেনজেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা। স্পোর্টস ব্রিফ
আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেনজেমার যুগলবন্দিকে বাজিমাত করতে চাইছে ক্লাবটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া