adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুমরাহ-শামি-জাদেজা অর্জুন পুরস্কারের জন্য মনোনীত

স্পাের্টস ডেস্ক : বাইশ গজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পুরস্কার পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা৷ অর্জুন পুরস্কারের জন্য শনিবার মনোনীত হলেন টিম ইন্ডিয়ার পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও অর্জুনের জন্য মনোনীত হয়েছেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার পুনম যাদব।

এদিন দিল্লিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশের জেনারেল ম্যানেজার সাবা করিম। এই চার ক্রিকেটারের নামই প্রস্তাব দেন জিএম৷ বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, ‘অর্জুন পুরস্কার দেওয়া হয় সিনিরিটি অনুযায়ী৷ করিমের উপস্থিতিতে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেছে নেওয়া হয়।

এবার অবশ্য কোনও ব্যাটসম্যান অর্জুনের জন্য মনোনীত হয়নি। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৪টি ওয়ান ডে এবং ২৭টি টি-২০ ম্যাচ খেলা লোকেশ রাহুলের অর্জুন পুরস্কার না-পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি কফি উইথ করণে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কি মনোনয়ন পেলেন না টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটসম্যান৷ এ প্রসঙ্গে বোর্ডের ওই আধিকারিকের বক্তব্য, ‘এটি টেকনিক্যালি বিষয়। তবে অমবাডসম্যানের তরফে ক্লিনচিট পাওয়ার পর রাহুলের এই পুরস্কার না-পাওয়ার কোনও কারণ নেই৷ তবে হ্যা, সময়টা নিয়ে বিতর্ক দেখা দিতে পারে।

তবে নিয়মানুযায়ী পুরস্কারে মনোনয়নের জন্য ক্রীড়াবিদদের শুধু পারফর্ম করলেই হয় না। চার বছর ধরে আন্তর্জাতিক স্তরে ভালো পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্পোর্টসম্যানশিপ এবং নিয়মানুবর্তিতা হওয়া দরকার৷ এ পর্যন্ত ৫৩ জন ক্রিকেটার অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছে। প্রথম এই পুরস্কার পেয়েছিলেন ১৯৬১ সালে সেলিম দুরানি৷ যিনি ভারতীয় ক্রিকেটে হুক মাস্টার বলে পরিচিত ছিলেন৷ আর শেষ অর্জুন পেয়েছেন। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনা৷ গত বছর অর্জুন পুরস্কার পেয়েছেন স্মৃতি।

এদিনের সভায় চার ক্রিকেটারের নাম প্রস্তাব দেন করিম। এদের মধ্যে বুমরাহ হলেন সম্প্রতি ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার৷ আসন্ন ২০১৯ বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ৷ ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন বুমরাহ৷ মহম্মদ শামিও ভারতীয় পেস বোলিংয়ে অন্যতম সদস্য৷ সম্প্রতি জাতীয় দলে সফল প্রত্যাবর্তনের পর বিশ্বকাপের দলেও শামিকে রাখেন নির্বাচকরা৷ আর বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দলে থাকা জাদেজাকেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য অর্জুনের জন্য মনোনীত করা হয়। -কলকাতা টােয়েন্টি ফাের

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া