adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্য, আক্রান্ত ২৩৯

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৩ মার্চ) দেশে করোনায় ৩ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছিল ২৩৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৬৩৫টি। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৬৬৭টি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া