adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে নারী অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে বাংলাদেশ তৃতীয়বার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে প্রাপ্তির পূর্ণতায় ভাসলো বাংলাদেশ দল। এর আগে ২০১৮ ও ২০২১ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলো লাল- সবুজের দেশ।
এই আসরে গ্রুপ পর্বের খেলায় নেপাল ও ভারতকে হারিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। এবার ফাইনালেও নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ দল।
প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিলো, ফাইনালে সেই ১১ জনকেই বেছে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। শুরু থেকে নেপালের ওপর চড়াও হয়ে খেলেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটেই আকলিমা খাতুন পেয়েছিলেন সহজ একটি সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বক্সের মাথায় এসে আক্রমণ ঠেকাতে এলে বল পেয়ে যান আকলিমা। ফাঁকা পোস্ট ছিল তখন। কিন্তু যে শট নিয়েছিলেন আকলিমা, তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪২ মিনিটে রিপা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর যোগ করা সময়ে অর্থাৎ ৪৬ মিনিটে শামসুন্নাহার গোল করে বিরতি পর্যন্ত দলকে ২-০ গোলে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধেও স্বাগতিক বাংলাদেশ আক্রমণের ধারা বজায় রেখে খেলে। তবে নেপাল গোলের ব্যবধান কমাতে যার পরনাই লড়েছে। তারা গোলেরও একাধিক সুযোগ পেয়েছিলো। কিন্তু গোলরক্ষক দৃঢ়তার সঙ্গে আক্রমণগুলো মোকাবিলা করে। খেলার ৮৭ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। রিপার ফ্রি কিক থেকে আফিদা আক্তার বক্সের ভেতর থেকে মাথা ছুঁইয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া