adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সহযোগিতা চাইলেন তোফায়েল, ‘সঠিক’ নির্বাচন চায় বিএনপি

image_74265_0ঢাকা: দেশে ব্যবসা-বণিজ্য সহায়ক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপির সহযোগিতা চেয়ে তা পাওয়ার প্রত্যাশা করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। আর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘সঠিক’ নির্বাচনের দাবি তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত দেশের শীর্ষ এ অনলাইন নিউজ পোর্টালটির আয়োজনে এ আলোচনা সভায় তার এ দাবি তোলেন।

তোফায়েল বলেন, ‘দেশ স্থিতিশীল থাকবে, বিনিয়োগ হবে। দেশ স্বাভাবিক হয়ে ব্যবসা-বাণিজ্য হবে, রপ্তানি বাড়বে। দেশ এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন উন্নয়নের পথে দেশকে স্থিতিশীল রাখতে বিএনপি সহযোগিতা করবে।’ রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতির জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর প্রতিক্রিয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতা আমীর খসরু বলেন, ‘জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন হলেই দেশে স্থিতিশীলতা আসবে। এ জন্য বিএনপির দরকার নেই।’

দশম সংসদ নির্বাচন রাজনৈতিকভাবে সিদ্ধ হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘এই অবস্থা চললে জনগণের ভোটাধিকার ফিরে আসবে না।’ তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

তখন তোফায়েল বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।’ তবে তিনি বলেন, ‘একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য। সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।’

তিনি আরো বলেন, ‘আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই।’

দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, ‘দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না।’

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ায় সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি এবার অংশ নিল না, আগামীবার আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তখন কী হবে? এটা কি চলতে থাকবে?’

নতুন এ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি প্রস্তাব মেনে নিয়ে আরেকটি প্রস্তাব দেয়নি। এতগুলো দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারে না। কাল যদি সংলাপ হয়-তখনো প্রথম আসবে- “সংসদ ভাঙতে হবে…শেখ হাসিনাকে মানি না…আরো কত কী” এটা বাস্তবসম্মত না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া