adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের নিয়ম

স্পোর্টস ডেস্ক : অ্যাওয়ে গোলের নিয়ম নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আর থাকছে না এই নিয়ম। সব ধরনের প্রতিযোগিতা থেকে এটি বাতিল করেছে উয়েফা।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। উয়েফা অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল ১৯৬৫-৬৬ মৌসুমে। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে সমতা থাকলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হয়।

তবে কোভিড-১৯ মহামারীতে গত মৌসুমে দর্শকশূন্য গ্যালারিতে বেশ কিছু ম্যাচ হয় নিরপেক্ষ ভেন্যুতে। এই সময়ে নিয়মটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এখন থেকে দুই লেগ মিলিয়ে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে, খেলা হবে ১৫ মিনিট করে। সেখানেও সমতা বজায় থাকলে হবে টাইব্রেকার।

উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি গত মাসে অ্যাওয়ে গোল নিয়ম বাতিলের সুপারিশ করেছিল। সেটিরই অনুমোদন দিয়েছে সংস্থাটির নির্বাহী কমিটি।-

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া