adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাস্ট্রপতি বললেন- আমার পক্ষে রাজনৈতিক বক্তৃতা সম্ভব নয়

hamidকিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ইটনায় এক সমাবেশে বলেছেন, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে আমি এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাই কোন রাজনৈতিক বক্তৃতাও আমার পক্ষে সম্ভব নয়। 
শুক্রবার বিকালে তিনি ইটনা ডাকবাংলো প্রাঙ্গণে জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মানুষ আপনারা সবমসয় সুখে-দুঃখে আমার পাশে ছিলেন। এবার আমি হজে যাচ্ছি। এ জন্যে আপনাদের সবার দোয়া চাই। রাষ্ট্রপতি তার নিজ গ্রাম কামালপুরের পাশে সকালে ঘোড়াউত্রা নদীতে রুই, মৃগেল, কাতলাসহ কার্প জাতীয় মাছের ১ টন ৪৪০ কেজি পোনাও অবমুক্ত করেন। এসময় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুজিবর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে নৌবাহিনীর জাহাজ এমভি ফ্ল্যামিংগোতে চড়ে তিনি নদীপথে নিজ উপজেলা মিঠামইন থেকে ইটনায় যান। ইটনায় রাত্রিযাপন করে আজ শনিবার দুপুরে জাহাজে করে করিমগঞ্জের চামড়াবন্দর এবং পরে মোটরকেডযোগে তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউজে যাবেন। জেলা শহরের নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে আগামীকাল রোববার বিকাল ৪টায় হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া