adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ লিগে দুই ম্যাচ পর জয়ের পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনকে হারিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল।
অ্যানফিল্ডে শনিবার (৮মে) রাতে ২-০ গোলে জিতেছে লিভারপুল। সাদিও মানে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান থিয়াগো আলকান্তারা। দলটির লিগ শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। তাদের লড়াইটা এখন শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।

গত দুই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। গত সপ্তাহে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে ঢুকে ইউনাইটেড সমর্থকদের বিক্ষোভের কারণে ম্যাচ স্থগিত করা হয়। নতুন সূচিতে আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।

৩৪ ম্যাচে ১৬ জয় ও ৯ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৫৭। ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সাউথ্যাম্পটন। দিনের আরেক ম্যাচে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপার অপেক্ষা বেড়েছে ম্যানচেস্টার সিটির। ৩৫ ম্যাচে দলটির ৮০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে লেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া