adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সিম নিবন্ধনে টাকা নিলে লাইসেন্স বাতিল’

Tarana_Halim1453968829ডেস্ক রিপোর্ট : বায়োমেট্রিকস পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে টাকা নিলে রিটেইলারদের (খুচরা বিক্রেতা) কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, ‘সিম নিবন্ধনের সময় গ্রাহকদের কাছ থেকে রিটেইলাররা টাকা নিচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। এসব অভিযোগের অনেক প্রমাণ রয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’
 
তারানা হালিম বলেন, ‘আমরা যখন বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম, তখন এটাকে অসম্ভব মনে হয়েছিল। এখন মনে হচ্ছে, এটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব। আমরা অনেক দূর এগিয়েছি। আশা করছি, এপ্রিলের মধ্যে সব সিমের নিবন্ধন সম্ভব হবে।’
 
তিনি বলেন, যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর কিংবা জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে পারবেন।
 
এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বৈঠকে দেশের ছয়টি মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
 
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম নুরুল কবির বলেন, ‘সিম নিবন্ধনে টাকা নেওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখব। কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেব।’
 
বৈঠকে অন্যান্য কোম্পানির নির্বাহীরাও প্রতিমন্ত্রীকে গ্রাহক হয়রানি মাথায় রেখে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া