adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মন্ত্রী-সচিবকে বিআরটিএ’র পার্সেন্টেজ দিতে হয় না’

obaydul-kader-news-Rizvyনিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিআরটিএ নিয়ে আগে অনেক ধরনের কথা ছিল। কিন্তু এখন মানুষ প্রশংসার চোখে আমাদের মন্ত্রণালয়ের বিভাগগুলোর দিকে তাকায়। এখন বিআরটিএ থেকে মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবকে পার্সেন্টেজ দিতে হয় না।’
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসের নকশার কাজ চলছে। নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এ ছাড়া কাঁচপুর, মেঘনা, গোমতি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। তবে কোনো প্রকৌশলীকে বদলি করা নিয়ে তদবির সহ্য করা হবে না। সরকারের কেউ করলেও হবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘যোগ্যতার বিচারে বদলি করা হবে। কোনো রাজনৈতিক প্রভাবে নয়, যোগ্যতা অনুসারে পদোন্নতি বা বদলি হবে।’
সড়কেও কোনো রাজনৈতিক তদবির অথবা অনুরোধে কারও বদলি-পদোন্নতি হবে না বলেও জানান সড়কপরিবহনমন্ত্রী।

বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি আফতাব হোসেন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া