adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারার কাছে মা-ই প্রথম, বাবা নয়

বিনোদন ডেস্ক : বলিউডের নয়া তারকা সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘আতরঙ্গি’- ফিল্মোগ্রাফির লম্বা তালিকা নিয়ে ঘোড়ার দৌড়ে আছেন সারা। এর মধ্যে তিনটি ছবি মুক্তি পেয়েছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।

সারার এই ফিল্মি ক্যারিয়ারে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচক কে? কার মতামত সব থেকে বেশি অগ্রাধিকার পায় তার কাছে। সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন অভিনেত্রী। সারার চটজলদি জবাব, ‘সকলের মতামতই গুরুত্বপূর্ণ আমার কাছে।’ কিন্তু আসলে কি তাই?

সারা ছোট থাকতেই তার অভিনেতা বাবা সাইফ আলি খানের সঙ্গে অভিনেত্রী মা অমৃতা সিংয়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি এবং তার ভাই ইব্রাহিম আলি খান মায়ের সঙ্গেই থেকেছেন, এখনো থাকছেন। তবে বাবা সাইফ আলি খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি কোনো দিন। কিন্তু এককথায় বললে, দীর্ঘ সময় কেবল মায়ের সঙ্গেই থেকেছেন সারা। বড় হয়েছেন মায়ের ছায়ায়।

প্রথমবার সারাকে পর্দায় দেখতেই দর্শকের মনে অভিনেত্রী অমৃতা সিংয়ের ছবি ভেসে ওঠে। অনেকেই বলতে থাকেন, ঠিক যেন অমৃতার ছোটবেলা। মা যে তার পথপ্রদর্শক হবেন, তা তো জানা কথাই। তেমনটা জানালেন সারাও। নায়িকা বলেন, ‘আমি মায়ের সঙ্গে থাকি। মায়ের কথাবার্তা, ভাবনাচিন্তা সব কিছুরই একটা প্রভাব রয়েছে আমার উপর। তাই মায়ের মতামত, সমালোচনা আমার জীবনে ভীষণ মূল্যবান। সবার চাইতে বেশি।’

সারা আরও জানান, ‘মা সবসময় আমাকে অন্যদের মতামতকে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। ফলে সকলের সব সমালোচনাকে মূল্য দেয়ার অভ্যাস মায়ের থেকেই পেয়েছি। মা আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন সবসময়। বলেন, ‘আমি তোমার মা। তোমার সবকিছুই আমার ভালো লাগবে। তবে জানা দরকার, দর্শকের কেমন লাগছে। তাদের ভালোবাসাটা বেশি জরুরি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া