adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার বাড়লাে সয়াবিন তেলের দাম, এবার লিটারে ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন লিটারে ৭ টাকা করে বেড়েছে।

এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে কিনতে হবে ১৯২ টাকায়।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
এই সিদ্ধান্ত অনুযায়ী- এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা ও পাঁচ লিটার কিনতে লাগবে ৯৪৫ টাকা। একই সঙ্গে পাম তেলের দাম তিন টাকা কমিয়ে ১৪৫ টাকা করা হয়েছে।

গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া