adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড: ২০ বছর কনডেম সেলে থেকে মুক্তি পেলেন জাহিদ

ডেস্ক রিপাের্ট : স্ত্রী কন্যাকে হত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত শেখ জাহিদ ২০ বছর কারাভোগ করে খুলনা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলগেটে তিনি বলেন, সব সময় মৃত্যুর প্রহর গুনতাম। কখনো ভাবিনি মুক্তি পাবো। আজ আমার নতুন জীবন লাভ হলো।

কনডেম সেলের ভেতর ২ টি বছর পার করেছেন খুলনার রূপসা উপজেলার শেখ জাহিদ। স্ত্রী ও কন্যাকে হত্যার দায় নিয়ে তিনি কারাভোগ করেন। ১৯৯৭ সালের এ জোড়া খুনের ঘটনায শ্বশুরের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০০ সালে ফাঁসির আদেশ হয় তার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদের পক্ষে আপিল করেন। মামলার গুরুত্বপূর্ণ বিষয়ে অসংগতি ধরা পড়লে গত সপ্তাহে আপিল বিভাগ তাকে খালাস দেন। দীর্ঘ ২০ বছর সাজা ভোগের ব্যাপারে তিনি কারো বিচার চান না বলে জানান।

এসময় ন্যায়বিচার বঞ্চিত খুলনার জাহিদের কারাভোগের দায় রাষ্ট্রের নেওয়ার প্রয়োজনীতার কথা জানান মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া