adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চ মালিক বাবা ও ছেলে ৪ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট : পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক ও তার ছেলে ওমর ফারুক ওরফে লিমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের আমলি আদালত-৬-এর হাকিম মো. হারুন অর রশিদ এ আদেশ দেন।
আবু বকর সিদ্দিককে গত বুধবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ফারুককে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেফতার করে র‌্যাব। তিনি ওই লঞ্চডুবির ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি। গত ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে পিনাক-৬ ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়।
এই লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাক-৬-এর মালিক আবু বকর, তার ছেলে ওমর ফারুকসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া মামলা করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া