adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের তারুণ্যনির্ভর দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের মহামারীর কারণে কয়েক মাস পিছিয়ে দেয়া হয়েছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হচ্ছে আইসিসির এই নতুন লিগ পদ্ধতি।

সোমবার আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এছাড়া রিজার্ভ রাখা হয়েছে রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরী এবং লিয়াম লিভিংস্টনকে।

৪ বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন রিস টপলি। ইংল্যান্ডের হয়ে ১০টি ওয়ানডে খেলা এই পেসার ২০১৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। দলে ফিরেছেন লিয়াম ডওসন, স্যাম বিলিংস এবং ডেভিড উইলিরাও।

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জো রুট এবং জোফরা আর্চারদের। অধিনায়ক ইয়ন মরগানদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মঈন আলী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পরলেও ওয়ানডে স্কোয়াডে আছেন জো ডেনলি।

ইংল্যান্ডের ১৪ জনের স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডওসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি।
রিজার্ভ: রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরী এবং লিয়াম লিভিংস্টন। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া