adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের দাবি- নতুন কমিশন আমাদের মতোই হবে

image-17463নিজস্ব প্রতিবেদক : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ তার আমলে অনুষ্ঠিত সব নির্বাচনকে সুষ্ঠু বলে দাবি করে আশা প্রকাশ করেছেন, নতুন নির্বাচন কমিশন তাদের মতোই হবে।

বর্তমান নির্বাচন কমিশনের আমলে অনুষ্ঠিত নানা নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও গত বছরের শেষদিকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করে কমিশন সর্বমহলের প্রশংসা অর্জন করে।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে ২২ জানুয়ারি রবিবার প্রথম অফিস করে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমাদের আমলে নারায়াণগঞ্জসহ সব নির্বাচন পরিচালনা করেছি। আমরা আশা করি, নতুন নির্বাচন কমিশনও আমাদের মতো সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন।’

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আসছে ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে। একটি ‘গ্রহণযোগ্য’ নির্বাচন কমিশন গঠনের নিমিত্তে একটি সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের সবকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ প্রক্রিয়া সম্প্রতি শেষ করেছেন।

নতুন নির্বাচন কমিশনের কার্যালয়কে ‘নিজেদের বাড়ি’ আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের সুবাতাস বইছে, এই পরিবেশ ধরে রাখতে হবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নতুন নির্বাচন কমিশন আমাদের মতো হবে।’

নির্বাচন কমিশনের নতুন অফিস পেয়ে উল্লসিত প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন নিজেদের বাড়িতে এসেছি।’

তিনি আশা করেন, নির্বাচন কমিশনের নতুন ভবন নির্মাণের বাকি কাজটুকু অল্প সময়ের মধ্যেই শেষ হবে।

স্বাধীনতার ৪৫ বছর পর এই প্রথম নির্বাচন কমিশন সচিবালয় নিজস্ব  কার্যালয় পেল। এগার তলা বিশিষ্ট ভবনটি বছরের শুরুতে নির্বাচন কমিশনের নতুন কার্যালয় উদ্বোধন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া